Saturday, August 30, 2025
Google search engine
Homeজাতীয়স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কাজ করছে সিপিডি : ড. মুহাম্মদ ইউনূস

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কাজ করছে সিপিডি : ড. মুহাম্মদ ইউনূস

কক্সবাজার পোস্ট ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। চ্যালেঞ্জ মোকাবিলা করে করে ভবিষ্যতে দেশের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে। রবিবার (১ ডিসেম্বর) সিপিডির ৩০তম বার্ষিকীতে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দেশের গবেষণা সংস্থাগুলোর ভূমিকা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক সময় ছাত্র আন্দোলনে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সিপিডির তথ্য-ভিত্তিক গবেষণা কাজে লেগেছে সাম্প্রতিক জুলাই বিপ্লবে।

তিনি বলেন, সিপিডি ৩০ বছর পূর্তিতে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিষ্ঠাকালীন ট্রাস্ট্রি হিসাবে আমি সিপিডি’র সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে অভিনন্দন জানাই আমার শিক্ষক সিপিডি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানকে। ৩০ বছরের দীর্ঘ যাত্রায় সিপিডি দেশে ও দেশের বাইরে সব সময় থিঙ্কট্যাঙ্ক হিসাবে পরিচিতি পেয়েছে। সিপিডি সব সময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতি নির্ধারকদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়ার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, শের সাধারণ মানুষের সামগ্রিক অবস্থার পরিবর্তন ও দারিদ্র দূরীকরণের জন্য যে চেষ্টা আমি সারাজীবন ধরে করেছি, সিপিডি’র কাজে আমি সব সময় প্রতিফলন দেখেছি। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংগ্রামের প্রয়োজনীয়তা ‍উপলব্ধি করে সিপিডি নিয়মিত নীতি সংলাপের আয়োজন করে। যার অনেকগুলোতে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত থেকেছি।

৩০ বছরের যাত্রায় বিভিন্নমুখী কর্মকাণ্ডের মাধ্যমে সিপিডি একটি নির্ভরযোগ্য ও নির্ভীক প্রতিষ্ঠান হিসাবে নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সিপিডি সব সময় সচেষ্ট থেকেছে। সাম্প্রতিক ছাত্র অভ্যুত্থানে মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments