চকরিয়া উপজেলা, ৫০৩.৭৮ বর্গকিলোমিটার আয়তনের একটি বিশাল অঞ্চল, যা কক্সবাজার জেলার সবচেয়ে বড় উপজেলা হিসেবে পরিচিত। চকরিয়ার নামকরণ নিয়ে বেশ কয়েকটি জনশ্রুতি রয়েছে। কেউ বলেন, মাতামুহুরী নদীর চারটি বাক থেকে “চক্রবাক” থেকে এর নামকরণ হয়েছে। আবার অনেকে মনে করেন আকাশে প্রচুর চকুরী পাখির আনাগোনার জন্য এটি “চকরিয়া” নামে পরিচিত।
চকরিয়া উপজেলার সর্বশেষ সংবাদ শিরোনাম, বিশ্লেষণ, স্থানীয় রাজনীতি, খেলাধুলার আপডেট, ছবি ও ভিডিওসহ সব খবর জানতে এখনই ভিজিট করুন কক্সবাজার পোস্ট—আপনার নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম।